ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজকে ক্রিষ্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নেমেছিল জায়ান্ট ম্যানচেষ্টার ইউনাইটেড। এই ম্যাচে তারা ক্রিষ্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে।
ম্যাচে ক্রিষ্টাল প্যালেসের বিপক্ষে জিতলেও গুরুত্বপূর্ণ প্লেয়ার ক্যাসমিরোকে হারাতে হয়েছিল ম্যানইউর। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
ক্যাসমিরো এই লাল কার্ডের জন্য ঘরোয়া লিগে তিনটি ম্যাচ নিষিদ্ধ থাকবেন। আর সেই তিনটি ম্যাচ হচ্ছে, লিডসের বিপক্ষে দুটি এবং একটি লিষ্টার সিটির বিপক্ষে।
তবে ম্যানইউ এবং নিউক্যাসলের মধ্যকার কারাবাও কাপের ফাইনালের পূর্বেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কারণে এই ফাইনাল ম্যাচে খেলতে পারবেন ক্যাসমিরো।