স্প্যানিশ লা লিগায় আজকে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ মায়োর্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৭টায়।
এদিকে এই ম্যাচের আগেই ম্যাচটি নিয়ে বেশ উত্তেজনা কাজ করছে। সেই উত্তেজনার কারণ হচ্ছে মায়োর্কা অধিনায়ক রাইলোর একটি কথা।
দিন দুয়েক পূর্বে মায়োর্কার এই প্লেয়ার বলেছিলেন, “আমি আমার সন্তানদের কারও কথা বললে (উদাহরণ দিলে) সেটা হবে মড্রিচ। ভিনিসিয়াসের কথা আমি কখনোই বলব না।”
মায়োর্কার প্লেয়ারের এই মন্তব্য নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলোত্তির কাছে জানতে চাইলে আনচেলোত্তি বলেন, “ভিনিসিয়াস গ্রেট প্লেয়ার। আমার চারজন নাতি তাকে ভালোবাসে এবং তাদের প্রত্যেকের কাছেই ভিনিসিয়াসের জার্সি রয়েছে। সব তরুণদের আইডল সে।”
মাঠের বাইরে রাইলোর এই কথায় নিশ্চিত ভাবেই তাতিয়ে রাখবে ভিনিসিয়াস জুনিয়রকে। এখন দেখার বিষয়, মাঠে এই অপমানের জবাব দিতে পারেন কিনা ভিনিসিয়াস।