রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:২৭ অপরাহ্ন

অপমানের জবাব আজকে মাঠেই দিতে হবে ভিনিসিয়াসকে

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৭৬ এই মুহুর্তে
  • শেয়ার করুন

স্প্যানিশ লা লিগায় আজকে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ মায়োর্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৭টায়।

এদিকে এই ম্যাচের আগেই ম্যাচটি নিয়ে বেশ উত্তেজনা কাজ করছে। সেই উত্তেজনার কারণ হচ্ছে মায়োর্কা অধিনায়ক রাইলোর একটি কথা।

দিন দুয়েক পূর্বে মায়োর্কার এই প্লেয়ার বলেছিলেন, “আমি আমার সন্তানদের কারও কথা বললে (উদাহরণ দিলে) সেটা হবে মড্রিচ। ভিনিসিয়াসের কথা আমি কখনোই বলব না।”

মায়োর্কার প্লেয়ারের এই মন্তব্য নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলোত্তির কাছে জানতে চাইলে আনচেলোত্তি বলেন, “ভিনিসিয়াস গ্রেট প্লেয়ার। আমার চারজন নাতি তাকে ভালোবাসে এবং তাদের প্রত্যেকের কাছেই ভিনিসিয়াসের জার্সি রয়েছে। সব তরুণদের আইডল সে।”

মাঠের বাইরে রাইলোর এই কথায় নিশ্চিত ভাবেই তাতিয়ে রাখবে ভিনিসিয়াস জুনিয়রকে। এখন দেখার বিষয়, মাঠে এই অপমানের জবাব দিতে পারেন কিনা ভিনিসিয়াস।

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

জনসন চার্লসের ৩৯ বলে সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান

মেসির খুশিটাই চাওয়া রোনালদিনহোর