বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:২৪ অপরাহ্ন

ব্রাজিলিয়ান মার্তিনেল্লির তান্ডবে ম্যানসিটিকে আশাহত করল আর্সেনাল

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪৯৬৯ এই মুহুর্তে
  • শেয়ার করুন

এটা স্বাভাবিক যে, ম্যানচেষ্টার সিটি চাইবে যেন আর্সেনাল পয়েন্ট হারায়। আর আর্সেনাল চাইবে যেন ম্যানসিটি পয়েন্ট হারায়। তবে আপাতত ম্যানচেষ্টার সিটির আশা পূরণ হচ্ছে না।

ম্যানসিটি থেকে এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট এগিয়ে ছিল আর্সেনাল। গতরাতে প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে মাঠে নেমেছিল আর্সেনাল। তাদের প্রতিপক্ষ ছিল এভারটন।

এই ম্যাচে আর্সেনাল পয়েন্ট হারালেই তাদের ধরে ফেলার জন্য সুবিধা হত ম্যানসিটির। কিন্তু এই ম্যাচে মার্তিনেল্লির তান্ডবে এভারটনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে গানার্সরা।

ম্যাচে জোড়া গোল করেছেন মার্তিনেল্লি। আর্সেনালের দ্বিতীয় এবং চতুর্থ গোলটি এসেছে তার পা থেকে। বিরতির পূর্বে যোগ করা সময়ে একটি গোল এবং ৮০ মিনিটে করেন দ্বিতীয় গোলটি।

মার্তিনেল্লির প্রথম গোলের ৫ মিনিট পূর্বেই আর্সেনালকে লিড এনে দিয়েছিলেন সাকা। আর ৭১ মিনিটে ওডেগার্ড আর্সেনালের তৃতীয় গোলটি করেছিলেন।

এই জয়ের ফলে ২৫ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট দাঁড়ালো ৬০। সমান ম্যাচে ম্যানসিটির পয়েন্ট এখন ৫৫। ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানইউ।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

হ্যারি কেইনের জন্য ৮০ মিলিয়ন প্রস্তাব করবে রিয়াল মাদ্রিদ

ফার্নান্দো দিনিজ হতে পারেন ব্রাজিলের নতুন কোচ

বার্সা রিয়ালকে একা করে সুপার লিগ ছাড়ল জুভেন্টাস

এবার বার্সার বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ফুটবলার জেরার্ড পিকে

বরখাস্ত হচ্ছেন গালটিয়ের, তাকে বিদায় বলে দিয়েছে পিএসজি

মেসির প্রস্তাবে অবাক আল নাসের কর্তৃপক্ষ

রিয়ালের আইকনিক সাত নম্বর জার্সি পড়বে মিডফিল্ডার বেলিংহাম!

এটা পুরোটাই বাংলাদেশের অজুহাত ছাড়া কিছুই না

মেসিদের ম্যাচের টিকিট শুরুতেই শেষ

শুধু লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে এখনও সবার উপরে নেইমার