কাতার বিশ্বকাপের পর চলতি মার্চে প্রথমবারের মত প্রীতি ম্যাচ খেলতে নামবে ল্যাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল। আর এই ম্যাচের জন্য আজ শুক্রবার দল ঘোষণা করবে ব্রাজিল।
বিশ্বকাপের পর টিটে ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেও এখনও কোন স্থায়ী কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল। তারা অপেক্ষা করবে আগামী জুন পর্যন্ত।
তবে তার পূর্বে ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করবেন র্যামন মেনেজেস যিনি সম্প্রতি ব্রাজিল অনূর্ধ্ব ২০ দলকে নিয়ে কোপা আমেরিকা জিতেছেন।
এই র্যামন মেনেজেস আজকে ব্রাজিল দল ঘোষণা করবেন। ব্রাজিলের এই মাসে দুটি ম্যাচ খেলার কথা। তারমধ্যে একটি ম্যাচ হবে মরক্কোর বিপক্ষে। অন্য ম্যাচের প্রতিপক্ষ কারা হবে সেটা এখনও জানা যায়নি।