রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:৪১ অপরাহ্ন

ব্রাজিল দলে ডাক পেতে পারেন আন্দ্রে সান্তোস

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৫০ এই মুহুর্তে
  • শেয়ার করুন

ভাস্কোর তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসকে ১২.৫ মিলিয়ন ইউরোতে কিনেছিল ইংলিশ জায়ান্ট চেলসি। অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকার পূর্বেই তাকে কিনেছিল ব্লুজরা।

এরপর কোপা আমেরিকাতে দুর্দান্ত পারফর্ম করেন ব্রাজিলিয়ান এই তরুণ। টুর্নামেন্টে ভিটর রোকের সঙ্গে যৌথ ভাবে সর্বোচ্চ গোল করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

সান্তোসের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে তাকে চেলসি চেয়েছিল জানুয়ারীতেই নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ব্রিটিশ ওয়ার্ক পারমিট না পাওয়ার কারণে তাকে নিতে পারেনি।

এখন চেলসি তাকে লোনে রেখেছে সেই ভাস্কোতেই। আগামী জুনে তাকে নিয়ে যাবে ব্লুজরা। তবে তার পূর্বে আজকে ব্রাজিল দল ঘোষণা করবেন কোচ মেনেজেস। সেখানে রাখা হতে পারে সান্তোসকে।

যদি তাকে ডাকা হয় তাহলে সেটা নিশ্চিত ভাবেই চেলসি এবং সান্তোসকে সাহায্য করবে আগামী জুনে চেলসিতে যোগ দেওয়ার বিষয়ে।

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

জনসন চার্লসের ৩৯ বলে সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান

মেসির খুশিটাই চাওয়া রোনালদিনহোর