ভাস্কোর তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসকে ১২.৫ মিলিয়ন ইউরোতে কিনেছিল ইংলিশ জায়ান্ট চেলসি। অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকার পূর্বেই তাকে কিনেছিল ব্লুজরা।
এরপর কোপা আমেরিকাতে দুর্দান্ত পারফর্ম করেন ব্রাজিলিয়ান এই তরুণ। টুর্নামেন্টে ভিটর রোকের সঙ্গে যৌথ ভাবে সর্বোচ্চ গোল করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
সান্তোসের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে তাকে চেলসি চেয়েছিল জানুয়ারীতেই নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ব্রিটিশ ওয়ার্ক পারমিট না পাওয়ার কারণে তাকে নিতে পারেনি।
এখন চেলসি তাকে লোনে রেখেছে সেই ভাস্কোতেই। আগামী জুনে তাকে নিয়ে যাবে ব্লুজরা। তবে তার পূর্বে আজকে ব্রাজিল দল ঘোষণা করবেন কোচ মেনেজেস। সেখানে রাখা হতে পারে সান্তোসকে।
যদি তাকে ডাকা হয় তাহলে সেটা নিশ্চিত ভাবেই চেলসি এবং সান্তোসকে সাহায্য করবে আগামী জুনে চেলসিতে যোগ দেওয়ার বিষয়ে।