স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে আজকে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সালোনা। হাইভোল্টেজ এই ক্লাসিকোতে রিয়ালকে ১-০ গোলে পরাজিত করেছে বার্সালোনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে পুরো আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। ৬৫ শতাংশ বল দখলে রেখে ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেছিল তারা। মোট ১৩টি শট নিয়েছিল। কিন্তু একটিও অন টার্গেট শট নিতে পারেনি।
অন্যদিকে লেভানদস্কি, পেড্রি, দেম্বেলে, ক্রিষ্টেনশেনদের ছাড়া মাঠে নামা বার্সালোনা ম্যাচের ২৫তম মিনিটে পেয়ে যায় লাইফ লাইন। রিয়ালের ডিফেন্ডার মিলিটাওর আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।
ম্যাচের বাকি পুরোটা সময়ে রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমন করে গেলেও এই একটি গোল শোধ করতে পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।