রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন

ম্যাচ জুড়ে একক আধিপত্য বিস্তার করেও আত্মঘাতী গোলে হার রিয়ালের

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫০৩ এই মুহুর্তে
  • শেয়ার করুন

স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে আজকে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সালোনা। হাইভোল্টেজ এই ক্লাসিকোতে রিয়ালকে ১-০ গোলে পরাজিত করেছে বার্সালোনা।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে পুরো আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। ৬৫ শতাংশ বল দখলে রেখে ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেছিল তারা। মোট ১৩টি শট নিয়েছিল। কিন্তু একটিও অন টার্গেট শট নিতে পারেনি।

অন্যদিকে লেভানদস্কি, পেড্রি, দেম্বেলে, ক্রিষ্টেনশেনদের ছাড়া মাঠে নামা বার্সালোনা ম্যাচের ২৫তম মিনিটে পেয়ে যায় লাইফ লাইন। রিয়ালের ডিফেন্ডার মিলিটাওর আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।

ম্যাচের বাকি পুরোটা সময়ে রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমন করে গেলেও এই একটি গোল শোধ করতে পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

জনসন চার্লসের ৩৯ বলে সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান

মেসির খুশিটাই চাওয়া রোনালদিনহোর