স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সালোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচে রিয়ালকে ১-০ গোলে পরাজিত করেছে বার্সালোনা।
ম্যাচে পুরোপুরি আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু তারা ফিনিশিংটাই দিতে পারেনি ঠিকমত। উল্টো দিকে বার্সালোনা আত্মঘাতী গোলে এগিয়ে যায় এবং সেই গোলেই জয় পায়।
এই ম্যাচে বার্সালোনার চারজন সেরা প্লেয়ার ছিল না। ক্রিষ্টেনশেন, পেড্রি, দেম্বেলে এবং লেভানদস্কি ছিল না এই ম্যাচটিতে। ফলে অনেকেই রিয়ালের সামনে সুযোগ দেখছিল।
কিন্তু এই সুযোগটাও কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। এখন তো তাদের সামনে আরও কঠিন পরীক্ষা। দ্বিতীয় লেগ হবে ন্যু-ক্যাম্পে। সেখানে আবার এই চারজন সবাই ফিরবেন।