স্প্যানিশ জায়ান্ট বার্সালোনার খেলার স্টাইলটাই হচ্ছে তিকিতাকা। বল পজিশন ধরে রেখে প্রতিপক্ষের উপর আক্রমনে ঝাঁপিয়ে পরে এই দলটি। কিন্তু কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে যেন উল্টো এক বার্সালোনাকে দেখা গেল।
সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে বার্সালোনার উপর যেন অ্যাতলেটিকো মাদ্রিদ ভর করেছিল। মিলিটাওর আত্মঘাতী গোলের পর বার্সালোনা পুরোপুরি জমাট হয়ে গিয়েছিল নিজেদের পোস্টের সামনে।
রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমন করেছে। কিন্তু একটিও অন টার্গেট শট নিতে পারেনি তারা। ১৩টি আক্রমন করেছে, ১১টি কর্নার পেয়েছে। তারপরও পারেনি একটিও অন টার্গেট শট নিতে।
এই জন্য কৃতিত্ব দিতেই হবে বার্সালোনার ডিফেন্সকে। যেমনটা জাভি ম্যাচের পর স্বীকার করেছেন। বলেছেন, এতটা ডিফেন্সিভ খেলার পরিকল্পনা আমাদের ছিল না। কিন্তু আপনি সবসময় মাদ্রিদের মত দলের বিপক্ষে আধিপত্য দেখাতে পারবেন না।
ম্যাচের পর রোনাল্ড আরাওহো বলেছেন, “আমার মনে হয় এটা আমাদের সেরা ডিফেন্সিভ ম্যাচ চলতি মৌসুমে।”