রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:০৫ অপরাহ্ন

বাস পার্কিং ডিফেন্সে বার্সালোনার উপর অ্যাতলেটিকো মাদ্রিদ ভর করেছিল

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩১৫ এই মুহুর্তে
  • শেয়ার করুন

স্প্যানিশ জায়ান্ট বার্সালোনার খেলার স্টাইলটাই হচ্ছে তিকিতাকা। বল পজিশন ধরে রেখে প্রতিপক্ষের উপর আক্রমনে ঝাঁপিয়ে পরে এই দলটি। কিন্তু কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে যেন উল্টো এক বার্সালোনাকে দেখা গেল।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে বার্সালোনার উপর যেন অ্যাতলেটিকো মাদ্রিদ ভর করেছিল। মিলিটাওর আত্মঘাতী গোলের পর বার্সালোনা পুরোপুরি জমাট হয়ে গিয়েছিল নিজেদের পোস্টের সামনে।

রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমন করেছে। কিন্তু একটিও অন টার্গেট শট নিতে পারেনি তারা। ১৩টি আক্রমন করেছে, ১১টি কর্নার পেয়েছে। তারপরও পারেনি একটিও অন টার্গেট শট নিতে।

এই জন্য কৃতিত্ব দিতেই হবে বার্সালোনার ডিফেন্সকে। যেমনটা জাভি ম্যাচের পর স্বীকার করেছেন। বলেছেন, এতটা ডিফেন্সিভ খেলার পরিকল্পনা আমাদের ছিল না। কিন্তু আপনি সবসময় মাদ্রিদের মত দলের বিপক্ষে আধিপত্য দেখাতে পারবেন না।

ম্যাচের পর রোনাল্ড আরাওহো বলেছেন, “আমার মনে হয় এটা আমাদের সেরা ডিফেন্সিভ ম্যাচ চলতি মৌসুমে।”

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

ডি ককের ৪৩ বলে সেঞ্চুরি, হেনরিকসের ব্যাটিং তান্ডবে রেকর্ড রানও টপকে গেল দক্ষিণ আফ্রিকা

জনসন চার্লসের ৩৯ বলে সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান