ব্রাজিলের নতুন কোচ র্যামন মেনেজেস চলতি মাসে ব্রাজিলের প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন। তার ঘোষিত দলে রয়েছে অসংখ্য বড় বড় চমক।
২০২৩ বিশ্বকাপের পর প্রথমবারের দল ঘোষণা করা ব্রাজিলের এই কোচ স্কোয়াড থেকে বড় বড় কিছু নাম বাদ দিয়েছেন। দলে টেনেছেন তরুণ কিছু ফুটবলারকে।
গোলকিপার হিসেবে ব্রাজিলের নাম্বার ওয়ান পজিশন দখলে রাখা অ্যালিসনকে বাদ দিয়েছেন তিনি। সেখানে ডাকা হয়েছে তরুণ মাইকেলকে। ডিফেন্সেও রয়েছে চমক।
ইনজুরির কারণে নেই থিয়াগো সিলভা। ব্রেমার বাদ পরেছেন, সঙ্গে দানিলো, সান্দ্রো বাদ পরেছেন। আলভেস তো এখন জেলেই আছেন। মিডফিল্ডে ফ্রেড, ব্রুনো গুইমারেস, জুয়েলিংটনদের ডাকা হয়নি।
আক্রমন ভাগে রাফিনহা, মার্তিনেল্লি, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার জুনিয়রের মত প্লেয়ারদের বাদ দেওয়া হয়েছে।