গত সামারে বুরুশিয়া ছেড়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেষ্টার সিটিতে যোগ দিয়েছিলেন গোলমেশিন হালান্ড। বুরুশিয়া থেকে সিটিতে যোগ দিয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছেন তিনি।
তবে ম্যানসিটিতে যাওয়ার পূর্বে তাকে নিয়ে রিউমার ছিল রিয়াল মাদ্রিদেরও। শুধু এমবাপ্পের পেছনে ছুটতে গিয়ে হালান্ডকে হারাতে হয়েছে রিয়ালের।
ম্যানসিটিতে যোগ দিয়েছেন মাত্র ৯ মাস হল। এরমধ্যেই হালান্ডের এজেন্ট চমকে যাওয়ার এক খবর দিলেন। জানালেন, হালান্ডের স্বপ্নের ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ।
তিনি বলেন, “এখানে প্রিমিয়ার লিগ আছে এবং এখানে রিয়াল মাদ্রিদ রয়েছে। রিয়াল মাদ্রিদের নিজস্ব এমন কিছু আছে যা যেকোন প্লেয়ারের জন্য স্বপ্নের জায়গা। এই ম্যাজিক তারা ধরে রেখেছে। তাদের লিগে হয়তো প্রতিদ্বন্দ্বীতা নেই প্রিমিয়ার লিগের মত, কিন্তু তাদের আছে চ্যাম্পিয়নস লিগ।”