স্পেন নাকি আর্জেন্টিনা? কোন দলে খেলবেন ম্যানচেষ্টার ইউনাইটেডের তরুণ ফুটবলার গ্রানাচু? বর্তমান ফুটবলে তরুণদের মধ্যে আলো ছড়ানো এই তারকাকে নিয়ে আগ্রহী ছিল দুই দলই।
এরমধ্যে আর্জেন্টিনার যুব দলের হয়ে খেলেছিলেন তিনি। কিন্তু কখনও জাতীয় দলের হয়ে খেলা হয়নি। সেজন্য তাকে নিয়ে আগ্রহী ছিল দুটি জাতীয় দলই।
তবে শেষ পর্যন্ত যেন আর্জেন্টিনা সফল হল। গ্রানাচুকে আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়েছে। ম্যানচেষ্টার ইউনাইটেডে দুর্দান্ত খেলা তরুণ এই ফুটবলারকে রেখে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। দলে এসেছে কয়েকটি চমকও।
চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা এই দুটি ম্যাচ খেলবে সহজ দুটি প্রতিপক্ষের বিপক্ষে। এই দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ পানামা এবং কুরাকাও।
তরুণ ফুটবলারদের মধ্যে এই দলে এসেছে গ্রানাচু, লাউটারো ব্লাঙ্কো, ম্যাক্সিমো পিরোনে, ভ্যালেন্টিন কারবুনি, ফাকুন্দু বুনাবুত্তে।
জিওভানি লো সেলসো ফিরেছেন। এছাড়া বিশ্বকাপে খেলা অনেক ফুটবলারই আছেন এই দলে। ডি মারিয়া, লিওনেল মেসি আছেন দলটিতে।