রিয়াল মাদ্রিদে থাকার সময় অনেক ঐতিহাসিক কামব্যাকের নমুনা দেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, অনেক কামব্যাক তার হাত ধরেই এসেছিল রিয়াল মাদ্রিদে।
তিনি এখন রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি ক্লাব আল নাসেরে আছেন। সেই আল নাসেরও গত রাতে চরম নাটকীয়তায় একটি ম্যাচে বড় ব্যবধানেই জয় তুলে নিয়েছে।
আল নাসের ম্যাচটি জিতেছে ৩-১ গোলে। স্কোর লাইন অনেক ব্যবধান। কিন্তু যখন আপনি জানবেন, ম্যাচের পুরোটা সময় আল নাসের পিছিয়ে ছিল এবং ইনজুরি টাইমে পরপর তিনটি গোল দিয়েছে তখন চোখ কপালে উঠতেই পারে।
আল বাতিন এবং আল নাসেরের মধ্যকার ম্যাচে ১৭ মিনিটে পিছিয়ে পরে আল নাসের। সেই গোলটি তারা ৯০ মিনিটেও শোধ করতে পারেনি।
তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ঘারেব গোল করে সমতায় ফেরান আল নাসেরকে। ১২তম মিনিটে আল ফাতিল গোল করে এগিয়ে দেন আল নাসেরকে এবং দুই মিনট পর মারান গোল করে বড় জয় এনে দেন রোনালদোদের।