উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ বরাবরই শক্তিশালী দল। তারা প্রতিটা আসরেই ফেবারিট থাকে। আর এই ফেবারিট দলটি সাম্প্রতিক সময়ে যতবার মেসির মুখোমুখি হয়েছে, ততবারই মেসিকে কাঁদিয়েছে।
সাম্প্রতিক সময়ে মেসির দুঃখ বায়ার্ন মিউনিখ, এটা বললেও সম্ভবত ভুল হবে না। এই বায়ার্নের বিপক্ষে ৮ গোল হজম করার নজির রয়েছে মেসির। এই বায়ার্নের বিপক্ষে এবারও তারা বিদায় নিয়েছে।
গতরাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আরও একবার মেসিকে শান্ত করে রেখেছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচে বায়ার্নের বিপক্ষে ভীতি ছড়াতে পারেনি মেসি।
কিন্তু এই বিষয়টিই আবার উল্টো ছিল যখন বায়ার্ন মুখোমুখি হত রিয়ালের। তখন বায়ার্ন যতই শক্তিশালী হোক, ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের কাছে তারা যেন একেবারেই অসহায় হযে যেত।
বিষয়টি স্মরণ করে মুলার গতরাতে ম্যাচের পর বলেন, “আমরা সবসময় মেসির বিরুদ্ধে ভালো ফলাফল করি। ক্লাব পর্যায়ে ক্রিশ্চিয়ানো রোনালদো আমাদের সবচেয়ে বেশি সমস্যার কারণ ছিল যখন সে রিয়ালে ছিল।”