বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:৩৪ অপরাহ্ন

গ্রুপে বিভক্ত স্পেন জাতীয় দল, আলাদা থাকছে বার্সা রিয়ালের প্লেয়াররা

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫২৭৩ এই মুহুর্তে
  • শেয়ার করুন

চলতি মাসে দুটি ফুটবল ম্যাচ খেলবে স্পেন জাতীয় দল। ইউরো বাছাই পর্বের এই দুটি ম্যাচে স্পেনের প্রতিপক্ষ নরওয়ে এবং স্কটল্যান্ড। দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছিলেন স্পেনের নতুন কোচ ফয়েন্তে।

এই দুটি ম্যাচের জন্য ঘোষিত দলে তিনি রিয়াল মাদ্রিদের তিনজন ফুটবলারকে ডেকেছেন। তারা হচ্ছেন, নাচো, কার্বাহাল এবং সেবায়েস। বার্সালোনা থেকে গাভি এবং পেড্রিকে ডেকেছিলেন তিনি। যদিও পরে পেড্রির নামটি কাটতে হয় ইনজুরির কারণে।

কিন্তু স্প্যানিশ গনমাধ্যম এল চিরিংগুইতোতে একটি প্রতিবেদনে জানানো হয় যে, স্পেন জাতীয় দলে যোগ দেওয়া বার্সালোনা এবং রিয়াল মাদ্রিদের প্লেয়াররা নাকি একে অন্যের সঙ্গে খুব একটা কথা বলেন না।

প্রতিবেদনে জানানো হয়, দলটিতে দুটি গ্রুপ রয়েছে, একটি গ্রুপ রিয়াল মাদ্রিদ এবং অন্য গ্রুপ বার্সালোনা। অর্থাৎ, রিয়ালের প্লেয়াররা একসঙ্গে থাকছে, বার্সালোনার প্লেয়াররা একসঙ্গে থাকছে।

গনমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনটি যদি সত্য হয় তাহলে এটা নিশ্চিত ভাবেই দলের জন্য খারাপ একটি দিক।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

বার্সালোনা-আল হিলালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেসি যাচ্ছেন আরেক ক্লাবে

হ্যারি কেইনের জন্য ৮০ মিলিয়ন প্রস্তাব করবে রিয়াল মাদ্রিদ

ফার্নান্দো দিনিজ হতে পারেন ব্রাজিলের নতুন কোচ

বার্সা রিয়ালকে একা করে সুপার লিগ ছাড়ল জুভেন্টাস

এবার বার্সার বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ফুটবলার জেরার্ড পিকে

বরখাস্ত হচ্ছেন গালটিয়ের, তাকে বিদায় বলে দিয়েছে পিএসজি

মেসির প্রস্তাবে অবাক আল নাসের কর্তৃপক্ষ

রিয়ালের আইকনিক সাত নম্বর জার্সি পড়বে মিডফিল্ডার বেলিংহাম!

এটা পুরোটাই বাংলাদেশের অজুহাত ছাড়া কিছুই না

মেসিদের ম্যাচের টিকিট শুরুতেই শেষ