কাতার বিশ্বকাপের পর আজকেই প্রথমবারের মত মাঠে নেমেছিল ল্যাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল। মরক্কোর বিপক্ষে মরক্কোর মাটিতে খেলতে নেমেছিল তারা। এই ম্যাচে ব্রাজিল হেরেছে ২-১ গোলের ব্যবধানে।
টিটে বরখাস্ত হওয়ার পর ভারপ্রাপ্ত কোচ র্যামন মেনেজেসের অধিনে আজকের এই ম্যাচটি খেলতে নেমেছিল ব্রাজিল। বেশ কিছু পরিবর্তন নিয়ে খেলতে নামা ব্রাজিলিয়ানরা নিজেদের চেনা ফুটবল খেলতে পারেনি।
ম্যাচের ২৯ মিনিটেই ব্রাজিলের বিপক্ষে এগিয়ে যায় মরক্কো। ব্রাজিলিয়ান রাইটব্যাক এমারসনের ভুলে বল পেয়ে ব্রাজিলের জালে বল জড়ান মরক্কোর সুফিয়ান বুফাল। অবশ্য তার মিনিট খানেক পূর্বেই ভিনিসিয়াস জুনিয়র গোল করেছিল। কিন্তু সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
তবে বিরতির পর ম্যাচের ৬৭ মিনিটে ক্যাসমিরো গোল করে সমতায় ফেরান ব্রাজিলকে। ব্রাজিলের এই আনন্দি আবার মাটি করে দেন আব্দেলহামিদ সাবিরনি। ম্যাচের ৭৯ মিনিটে তার গোল ফের লিড এনে দেয় মরক্কোকে। এই গোলে আবার দায় ছিল মিলিটাওর।
শেষ পর্যন্ত ম্যাচটিতে ব্রাজিলকে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।