লিওনেল মেসির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে। পিএসজিতে আগামী মৌসুমে তাকে দেখা যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। অবশ্য অনেকগুলো গনমাধ্যম জানিয়েছে, মেসির সঙ্গে পিএসজির চুক্তি নবায়ন হবে না।
কিছু গনমাধ্যমের দাবী, বার্সালোনা মেসিকে ফেরানোর জন্য চেষ্টা করছে। তবে সেটাও খুব কঠিন। তাই মেসির ঠিকানা অন্য কোন ক্লাবে হতে পারে।
তবে সাবেক বার্সালোনা তারকা রোনালদিনহো চান, মেসি যেখানেই থাকে, যেন ভালো থাকে, আনন্দে থাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাবেক ব্রাজিলিয়ান এই তারকা বলেন,
“আমি চাই মেসি আনন্দে থাকুক, কোথায় আছে সেটার দেখার বিষয় নয়। এটা সাধারণ বিষয় যে, সে বার্সাতে যে ইতিহাস তৈরি করেছে, তারপর আমি তাকে বার্সালোনাতেই দেখতে চাইব।
“আমি খুবই বার্সালোনার ভক্ত এবং আমিও চাই মেসি তার ক্যারিয়ার বার্সালোনাতেই শেষ করুক, সে এই ক্লাবে ফিরে আসুক এবং এখানে অবসর গ্রহন করুক।”