আন্তর্জাতিক বিরতিতে দলগুলো দুটি করে ম্যাচ খেললেও ব্রাজিলের ম্যাচ ছিল একটি। সেই একটি ম্যাচ শেষ করে এবার ক্লাবের পথ ধরতে শুরু করেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা।
এবার ইউরোপ থেকে অবশ্য অন্যান্য সময়ের তুলনায় কম সংখ্যক ফুটবলারই ডেকেছিলেন ব্রাজিল কোচ র্যামন মেনেজেস। ঘরোয়া লিগের ফুটবলারদের বেশি ডেকেছিলেন তিনি।
তবে র্যামন মেনেজেসের ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার যে অভিজ্ঞতা, সেটা মোটেও সুখের হল না। মরক্কোর বিপক্ষে তার দল ২-১ গোলের ব্যবধানে হেরেছে।
ম্যাচে ব্রাজিলিয়ানরা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। যেমন খেলা দেখে অভ্যস্ত ভক্তরা, তার ছিটেফোটাও দেখাতে পারেনি ব্রাজিলিয়ানরা।