স্প্যানিশ লা লিগায় গতরাতে নিজেদের ৩৭তম ম্যাচে সেভিয়ার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ম্যাজিক্যাল পারফর্মেন্স দেখা গেছে রোদ্রিগোর পা থেকে। তবে ম্যাচে লাল কার্ড দেখে হতাশা বাড়িয়েছেন আর্জেন্টিনার মার্কোস অ্যাকুনা।
সেভিয়ার মাটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে মাত্র তৃতীয় মিনিটেই রাফা মিরের গোলে এগিয়ে যায় সেভিয়া। তবে ২৯ মিনিটে রোদ্রিগো গোয়েসের দুর্দান্ত এক ফ্রিকিক গোল সমতায় ফেরায় রিয়াল মাদ্রিদকে।
বিরতির পর ম্যাচের ৬৯ মিনিটে রোদ্রিগোর আরেকটি ম্যাজিক্যাল গোল লিড এনে দেয় রিয়াল মাদ্রিদকে। প্রতিপক্ষ প্লেয়ারদের ড্রিবলিং করে ছিটকে গিয়ে গোলটি করেছিলেন রোদ্রিগো।
পিছিয়ে পরা সেভিয়ার হতাশা বাড়ে ম্যাচের ৮৩ মিনিটে অ্যাকুনার লাল কার্ডে। মারাত্মক এক ফাউল করে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার এই ফুটবলার।