ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে আজকেই শেষ ম্যাচ খেলতে নেমেছিল লিভারপুল। নিজেদের ৩৮তম ম্যাচে আজকে তারা মাঠে নেমেছিল সাউদাম্পটনের বিপক্ষে।
এই ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৪-৪ গোলের ড্র করেছে লিভারপুল। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে একটি গোল করেছেন রবার্তো ফিরমিনো যিনি আজকেই লিভারপুলের জার্সি গায়ে শেষ ম্যাচটি খেলেছেন।
জুনে অফিশিয়াল ভাবে লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হবে ফিরমিনোর। তবে যেহেতু আর কোন ম্যাচ বাকি নেই, তাই আজকেই লিভারপুলের ডিউটি থেকে ছুটি মিলল ফিরমিনোর।
আজকের এই ম্যাচে ১০ মিনিটের মাথায় জোতার গোলে এগিয়ে যায় লিভারপুল। ১৪ মিনিটেই ব্যবধান দ্বিগুন করেন ফিরমিনো। তবে ১৯, ২৮, ৪৭ ও ৬৪ মিনিটে পরপর চারটি গোল করে লিভারপুলের বিপক্ষে ৪-২ গোলে এগিয়ে যায় সাউদাম্পটন।
হঠাৎ করেই লিভারপুলকে ভরকে দিলেও ম্যাচ থেকে ছিটকে যায়নি অলরেডরা। উল্টো ম্যাচের ৭২ মিনিটে গাকপো এবং ৭৩ মিনিটে জোতার দ্বিতীয় গোল সমতায় ফেরায় লিভারপুলকে এবং শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় ৪-৪ গোলের ড্রতে।
অবশ্য আজকের দিনটি সাউদাম্পটনের জন্য বেধনার। কারণ, দলটি টেবিলের ২০ নম্বরে থেকে রেলিগেটেড হয়ে গেল।