বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মত ভারপ্রাপ্ত কোচ র্যামন মেনেজেসের অধিনে আগামী মাসে খেলতে নামবে ব্রাজিল। আর এই মাসে দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন মেনেজেস।
ব্রাজিল এবার যে দল ঘোষণা করেছে সেখানে রয়েছে বেশ কিছু চমক। বেশ কিছু দুর্দান্ত প্লেয়ার এবং বড় নাম কাটা পড়েছে স্কোয়াড থেকে।
এই নামগুলোর মধ্যে রয়েছে নেইমার জুনিয়র, গ্যাব্রিয়েল মাগালহায়েস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, জেসুস, অ্যান্থনি, রাফিনহা, কায়ো হেনরিক, ডগলাস লুইজের মত নামগুলো রয়েছে।
এদের মধ্যে ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল জেসুস, কায়ো হেনরিক, রাফিনহাকে কোচ নিজেই বাদ দিয়েছেন। তাদের রাখা হয়নি। আর অ্যান্থনি, মার্তিনেল্লি এখন ইনজুরিতে দিন কাটাচ্ছেন।
নেইমার জুনিয়র ইনজুরি থেকে ফিরেছেন। তবে এখনও তিনি পুরোপুরি ফিট নন। সে এখনও পুরোদমে অনুশীলনে ফিরেনি। তাই তাকে নিয়ে ঝুঁকি নেওয়ারও কোন প্রয়োজন মনে করেনি ব্রাজিল কোচ।