ইংলিশ প্রিমিয়ার লিগে আজকে ছিল মৌসুমের শেষ ম্যাচ। আর এই শেষ ম্যাচে এসে হেরেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানসিটি। তারা হেরেছে ব্রেন্টফোর্ডের কাছে। আর দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল জিতেছে ৫-০ গোলে।
আর্সেনাল নিজেদের মাঠে আজকে মুখোমুখি হয়েছিল উলভসের। এই ম্যাচে আর্সেনাল ৫-০ গোলে পরাজিত করেছে অতিথি হয়ে আসা দলটিকে।
ম্যাচে আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন জাকা। একটি করে গোল করেছেন সাকা, গ্যাব্রিয়েল জেসুস এবং জ্যাকব কিউইওর।
অন্যদিকে ম্যানসিটি আজকে খেলতে গিয়েছিল ব্রেন্টফোর্ডের মাঠে। সেখানে তারা ১-০ গোলে হেরেছে। ম্যাচে অবশ্য ম্যানসিটি কোচ গার্দিওলা নিয়মিত একাদশের সেরা অনেক প্লেয়ারকেই বিশ্রাম দিয়েছিলেন।