পিএসজির পক্ষ থেকে ম্যাচের আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে, ক্লেমন ফুটের বিপক্ষে ম্যাচটাই পিএসজির ক্যারিয়ারে মেসির শেষ ম্যাচ। এরপর মেসি ক্লাব ছাড়বেন। তাই এই ম্যাচটা ছিল মেসির জন্য বিশেষ কিছু।
শেষ ম্যাচ, ভক্তরা তাই মেসিকে একটু সুন্দর ভাবে বিদায় জানাতেই পারতেন। কিন্তু সেটা আর তারা করল কই? উল্টো এই ম্যাচেও মেসিকে দুয়ো দিতে ছাড়েনি পিএসজির ভক্তরা।
পার্ক দ্য প্রিন্সেসে উপস্থিত দর্শকদের একাংশ মেসিকে নিয়ে বিদ্রুপ করতে থাকে। মেসির বিদায়টাও তাই যাচ্ছেতাই ভাবেই হল।
এই ম্যাচে আবার স্বার্থপরতার আরেকটি নজির দেখিয়েছে এমবাপ্পে। যেহেতু মেসির এটা শেষ ম্যাচ, তাই সে মেসিকে এই ম্যাচে পেনাল্টিটা উপহার হিসেবে হলেও দিতে পারত যাতে মেসির শেষ ম্যাচটা একটু রাঙানো থাকে। কিন্তু এমবাপ্পে সেটাও করলেন না।