রিয়াল মাদ্রিদের দুই তরুণ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র এবং রোদ্রিগো গোয়েস চলতি মৌসুমে অবিশ্বাস্য ধারাবাহিক ভাবে পারফর্ম করেছেন। গোল এবং অ্যাসিস্টের ডাবল ফিগারে পৌছেছেন দুজনেই।
আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস এবং মার্তিনেল্লিও দুর্দান্ত ফুটবল খেলেছেন। তবে যদি শুধু লিগের হিসাব করা হয়, তাহলে গোল এবং অ্যাসিস্টে সবার উপরেই আছেন ব্রাজিলিয়ান আরেক তারকা নেইমার জুনিয়র।
পিএসজিতে খেলা নেইমার মৌসুমের অধিকাংশ সময় মাঠের বাইরেই ছিলেন। তারপরও গোল এবং অ্যাসিস্টে সবার উপরে তিনি। শুধু লিগে তিনি ১৩টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে ২৪টি গোলে জড়িত।
লিগে দ্বিতীয় স্থানে আছে মার্তিনেল্লি। ১৫টি গোল এবং ৫টি অ্যাসিস্ট সহ মোট ২০ গোলে জড়িত তিনি। ১০টি গোল এবং ৯টি অ্যাসিস্ট নিয়ে সরাসরি ১৯ গোলে জড়িত ভিনিসিয়াস।
চারে আছে গ্যাব্রিয়েল জেসুস। তিনিও অনেকটা সময় ইনজুরিতে ভুগেছিলেন। ১১টি গোল এবং ৬টি অ্যাসিস্ট নিয়ে মোট ১৭টি গোলে সরাসরি জড়িত তিনি। ৯টি গোল ও ৮টি অ্যাসিস্ট নিয়ে মোট ১৪টি গোলে জড়িত রোদ্রিগো।