ইউরোপিয়ান নতুন প্রতিযোগিতা উয়েফা সুপার লিগ আয়োজনের অনেক চেষ্টা করেছিলেন রিয়াল মাদ্রিদ সভাপতি পেরেজ। তবে তার সেই প্রচেষ্টা আলোর মুখ দেখেনি।
অনেক ঢাকঢোল বাজিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন তিনি। সেখানে অনেকগুলো ক্লাব যুক্ত ছিল। ইপিএল, লা লিগা, সিরিএ, বুন্দেশলীগা থেকে অনেকগুলো ক্লাব যুক্ত ছিল।
তবে টুর্নামেন্টের ঘোষণা আসার পর বিভিন্ন চাপের কারণে ইংলিশ ক্লাবগুলো সবার আগে সরে যায়। এরপর ধীরে ধীরে সব ক্লাবই সরে দাঁড়ায় মাত্র তিনটি ক্লাব ব্যতিত। এই তিনটি ক্লাব হচ্ছে বার্সালোনা, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস।
অনেক ঝড় সামলে এই তিনটি ক্লাব সুপার লিগ প্রজেক্টের উপর অটল ছিল। কিন্তু শেষ পর্যন্ত জুভেন্টাস হার মানতে বাধ্যই হল। তারা এবার অফিশিয়াল ভাবেই সুপার লিগ ছেড়েছে।
এখন শুধু বাকি আছে রিয়াল মাদ্রিদ এবং বার্সালোনা। তাই বলা যাচ্ছে যে, কার্যত সুপার লিগের যে প্রজেক্ট রিয়াল মাদ্রিদ সভাপতি নিয়েছিলেন, সেটা এখানেই থমকে গেল।