প্লান “এ” কাজে দিল না ব্রাজিলের। তারা চেয়েয়েছিল আনচেলোত্তিকে কোচ হিসেবে নিয়োগ করার জন্য। কিন্তু আনচেলোত্তি ব্রাজিলের অফারে এখনই রাজি হয়নি।
রিয়ালের সঙ্গে তার চুক্তি আছে এক বছর। এই এক বছর সে রিয়ালেই থাকতে চায় এবং যদি রিয়াল মাদ্রিদ তার সঙ্গে চুক্তি নবায়ন করে তাহলে হয়তো সে রিয়ালেই থেকে যাবে।
এমন অবস্থায় তার জন্য কি ব্রাজিল বসে থাকবে? এমনিতেই আনচেলোত্তির জন্য এতগুলো মাস তারা অপেক্ষা করেছে। তবে আর অপেক্ষা করবে না দেশটি।
ব্রাজিলিয়ান গনমাধ্যমগুলো জানিয়েছে, ব্রাজিল এখন প্লান ”বি” নিয়ে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে। আর এই প্লান ”বি” হচ্ছে ফার্নান্দো দিনিজ এবং আবেল ফেরেইরা।
দিনিজ হচ্ছে ব্রাজিলিয়ান কোচ এবং বর্তমানে তিনি আছেন ফ্লুমিনেন্সে। আবেল ফেরেইরা হচ্ছে পর্তুগীজ কোচ এবং বর্তমানে তিনি আছেন পালমেইরাসে। তবে যদি এই দুজনকে না পায় তাহলে জর্জ জেসুসকে কোচ করবে ব্রাজিল। জেসুস ব্রাজিলের কোচ হতে রাজি।