ভিনিসিয়াস জুনিয়র গত মৌসুমে অবিশ্বাস্য পারফর্ম করেছেন। আগের মৌসুমটাকেও ছাড়িয়ে গেছেন তিনি। গত মৌসুমের চেয়ে এবার তার গোল অ্যাসিস্ট আরও বেশি ছিল।
চলতি মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র যে পারফর্মেন্স করেছেন, তাতে তিনি নিজেকে বিশ্বের সেরাদের আসনে প্রতিষ্ঠিত করেছেন। রিয়ালের মত দলের আক্রমন ভাগকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।
এই ভিনিসিয়াস জুনিয়র চলতি মৌসুমে লা লিগায় মোট ১৯টি গোলে সরাসরি জড়িত ছিলেন। ১০টি গোল এবং ৯টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। চ্যাম্পিয়নস লিগে সরাসরি ১২টি গোলে জড়িত ছিলেন। ৭টি গোল এবং ৫টি ছিল অ্যাসিস্ট।
ক্লাব বিশ্বকাপ, কোপা ডেল রে মিলিয়ে আরও বেশ কিছু গোল এবং অ্যাসিস্ট তিনি করেছেন। সব মিলিয়ে এবারের মৌসুমে ২৩টি গোল এবং ২১টি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়াস জুনিয়র।
মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করা ভিনিসিয়াস জুনিয়র এই মৌসুমে রিয়াল মাদ্রিদের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।