Logo

প্রকাশ্যেই নারী ফুটবলারকে ঘনিষ্ট ভাবে জড়িয়ে ধরে চুমু, ভিডিও ভাইরাল


sports pratidin প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৩, ৭:৫১ অপরাহ্ন / ৪৮৬
প্রকাশ্যেই নারী ফুটবলারকে ঘনিষ্ট ভাবে জড়িয়ে ধরে চুমু, ভিডিও ভাইরাল

স্পেনের নারী বিশ্বকাপ জয় ছাপিয়ে চুমুকাণ্ড নিয়ে শুরু হলো তুমুল বিতর্ক। রোববার বিশ্বকাপ পুরস্কার বিতরণী মঞ্চে নিজের দেশের ফুটবলার জেনি হার্মোসোর ঠোঁটে চুমু খান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়েলাস। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

সেই ঘটনার পর প্রাথমিকভাবে হার্মোসা দাবি করেন, তারও ফেডারেশন প্রধানের এমন আচরণ ভালো লাগেনি। যদিও পরবর্তীতে নিজের ফুটবল ফেডারেশনের সভাপতির পাশে দাঁড়ান স্প্যানিশ তারকা।

সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হার্মোসো দাবি করেছেন যে বিশ্বকাপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি যা করেছেন, তা নেহাতই স্নেহ এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

রোববার সিডনিতে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেনের নারী দল। বিশ্বকাপ ট্রফি হাতে তোলার আগে ফিফার পক্ষ থেকে স্প্যানিশ খেলোয়াড়দের বিশ্বকাপ জয়ের পদক তুলে দেওয়া হচ্ছিল। সেইসময় এই চুমুকাণ্ড ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, নিজের দলের তারকা ফুটবলার হার্মোসোকে জড়িয়ে ধরেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি। একটা সময় হার্মোসার ঠোঁটে চুমু খেয়ে নেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান।

ক্ষোভ প্রকাশ করে এক নেটিজেন লিখেছেন, ‘জেনি হার্মোসোকে ঠোঁটে চুমু বসিয়ে দেন উনি এবং মাত্রাতিরিক্তভাবে খেলোয়াড়দের ছুঁয়ে যাচ্ছিলেন।’

অপর একজন লিখেন, ‘আমার কোনও ভাষা নেই। ওর (হার্মোসো) মুখ চেপে ধরেন এবং তাকে চুমু খান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি! বিশ্বব্যাপী একটি টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার সময়ও এরকম হেনস্থাকারীদের থেকে রেহাই মিলছে না।’