Logo

মেসিকে পেছনে ফেলে বর্ষসেরা হালান্ড


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন / ৯৪৮৩
মেসিকে পেছনে ফেলে বর্ষসেরা হালান্ড

লিওনেল মেসি এবং কেভিন ডি ব্রুইনকে পেছনে ফেলে এবার উয়েফা বর্ষসেরা পুরষ্কারের খেতাব জিতে নিয়েছেন ম্যানসিটি ফুটবলার আর্লিং হালান্ড। আজকে এই পুরষ্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

আজকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র ঘোষণা করা হয়েছে। এই অনুষ্ঠানেই বর্সসেরা খেলোয়াড়ের নাম ঘোষনা করে উয়েফা।

এবারের বর্ষসেরা খেলোয়াড়ের শীর্ষ তিনে ছিলেন হালান্ড, কেভিন ডি ব্রুইন এবং মেসি। যদিও শুরু থেকেই মেসির শীর্ষ তিনে থাকা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।

তবে পুরষ্কার ঘোষণার ক্ষেত্রে আর কোন বিতর্কের অবকাশ রাখেনি উয়েফা। যোগ্য ব্যক্তির হাতেই পুরষ্কার তুলে দিয়েছে তারা।

অবশ্য মেসি যে এটা জিতবে না সেটা বুঝা গিয়েছিল আগেই যখন শোনা গিয়েছিল অনুষ্ঠানে যাচ্ছেন না মেসি।