Logo

রোদ্রিগো আউট, পেনাল্টির জন্য তিন প্লেয়ার নির্দিষ্ট করে দিলেন আনচেলোত্তি


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৩, ৭:০০ অপরাহ্ন / ৫৫০৪
রোদ্রিগো আউট, পেনাল্টির জন্য তিন প্লেয়ার নির্দিষ্ট করে দিলেন আনচেলোত্তি

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নিজেদের সর্বশেষ ম্যাচে ১-০ গোলে জিতেছিল। সেই ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন বেলিংহাম। ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন রোদ্রিগো।

সেই পেনাল্টি নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা হয়েছিল। যদিও পরে জানা যায়, রোদ্রিগো সেচ্ছায় পেনাল্টি নিতে যায়নি। মড্রিচ বলেছিল বলেই সে পেনাল্টি নিতে গিয়েছিল।

তবে পরবর্তিতে রিয়াল মাদ্রিদের পেনাল্টি যে রোদ্রিগোর কপালে নেই সেটা বুঝা গেল আনচেলোত্তির কথায়। তিনি পরিষ্কার করে তিনজনের নাম বলে দিয়েছেন।

আজকে সংবাদসম্মেলনে পেনাল্টি নিয়ে প্রশ্ন করলে আনচেলোত্তি বলেছেন, “জুসেলো তাদের মধ্যে খুবই ভালো। মড্রিচও ভালো। প্লেয়ারদের বলা হয়েছে পেনাল্টি নিবে জুসেলো, মড্রিচ এবং ভিনিসিয়াস জুনিয়র।”