Logo

১১৫ মিলিয়নের প্লেয়ারকে পাখির মত ঘুড়ালেন ৩৬ বছরের মেসি


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন / ১১১১৪
১১৫ মিলিয়নের প্লেয়ারকে পাখির মত ঘুড়ালেন ৩৬ বছরের মেসি

লিওনেল মেসির বয়সটা ৩৬ বছর। কিন্তু বয়সে কি আসে যায়? তিনি তো মেসি। যার পায়ে ম্যাজিক থাকবে, সেই ম্যাজিকে তরুণ থেকে অভিজ্ঞ সব প্লেয়ারই নাজেহাল হবে সেটাই তো স্বাভাবিক।

মেসির সেই ম্যাজিক আরও একবার দেখা গেল আর্জেন্টিনার ম্যাচে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ১১৫ মিলিয়ন ইউরো দামের প্লেয়ারকে ড্রিবলিংয়ে ছিটকে ফেললেন তিনি।

এই ট্রান্সফারেই ইকুয়েডরের মইসেস কাইসেদোকে কিনেছিল চেলসি। ব্রাইটন থেকে ১১৫ মিলিয়ন ইউরোতে তাকে কিনেছে ইংলিশ জায়ান্টরা।

এই কাইসেদোকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নাস্তানাবূদ করে ছেড়েছেন মেসি। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।