ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই শুরু হয়েছে। সেই লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ঘাম ঝড়ানো এক জয় পেয়েছে আর্জেন্টিনা।
ইকুয়েডরকে ১-০ গোলে পরাজিত করে বাছাই পর্ব শুরু করেছে ল্যাতিন জায়ান্টরা। আর এই ম্যাচের পরপরই ইউরোপিয়ানদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়েছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।
ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে একবার বেফাঁস এক মন্তব্য করেছিল। সে বলেছিল, ল্যাতিনের বিশ্বকাপ বাছাই পর্ব সহজ হয়। ল্যাতিন থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়াটা সহজ।
সেই কথাটাকেই সামনে এনে স্কালোনি বলেছেন, “এখানে প্রতিটা ম্যাচ কঠিন। বিশ্বের সবচেয়ে কঠিন বাছাই পর্ব হচ্ছে ল্যাতিন আমেরিকায়। যদি কারও সন্দেহ থাকে, তাকে বিতর্কের জন্য স্বাগতম। সে আমার কাছে এসে প্রমান করে যাক।”
স্কালোনির সূরেই কথা বলেছেন লিওনার্দো পারেদেস। বলেছেন, “আমরা জানি এখানে সবগুলো ম্যাচ কঠিন, কারণ ল্যাতিন আমেরিকার বাছাই পর্ব কোন সন্দেহ ছাড়াই সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। প্রতিটা ম্যাচই এখানে কঠিন।”
আপনার মতামত লিখুন :