ব্রাজিলের মিডফিল্ডে ব্রুনো গুইমারেসের মত অস্ত্র আছে। কিন্তু এই অস্ত্রটার ব্যবহারই যেন ঠিকঠাক করতে জানেনি ব্রাজিলের সাবেক কোচ টিটে।
ব্রুনো গুইমারেসের মত অস্ত্র রেখে তিনি অন্য অস্ত্র বেছে নিয়েছিলেন। ফলাফল হিসেবে ব্রাজিলের মাঝমাঠকে পুরোপুরি বিধ্বস্ত দেখা গিয়েছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে।
তবে ব্রাজিলের নতুন কোচ ফার্নান্দো দিনিজ সেই ভুল করেননি। তিনি ব্রুনো গুইমারেসকে প্রথম ম্যাচেই একাদশে নিয়ে আসেন এবং ব্রুনো গুইমারেস তার মেধার পরিচয় দিয়েছে ম্যাচটিতে।
বলিভিয়ার বিপক্ষে ব্রুনো গুইমারেস মোট ৪৯টি পাস দিয়েছে এবং সবগুলো সফল পাস দিয়েছে। চারটি লং পাস দিয়েছে এবং চারটাই ছিল সফল। তিনটা সুযোগ তৈরি করেছে, একটা অ্যাসিস্ট করেছে।
আপনার মতামত লিখুন :