Logo

বলিভিয়ার মাঠে মেসির ম্যাজিক কাজ করে না


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৩, ৬:২৩ অপরাহ্ন / ১০০৫৬
বলিভিয়ার মাঠে মেসির ম্যাজিক কাজ করে না

আর্জেন্টিনার ম্যাজিক্যাল ফুটবলার লিওনেল মেসি। তার ম্যাজিকে মুগ্ধ হয়নি এমন কোন ফুটবল ভক্ত হয়তো আপনি পাবেন না। সারা বিশ্বে অসংখ্য ভক্তের সঙ্গে সমালোচকরাও মোহিত হয় তার পায়ের ছন্দে।

কিন্তু এই মেসি যেন বলিভিয়ার মাঠে গেলেই ছন্দ ভুলে যান। কাজ করে না মেসির পায়ের ম্যাজিক। এই মাঠ যেন মেসির জন্য অপয়া এক মাঠ।

আর্জেন্টিনার পরবর্তি ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। এই ম্যাচটি হবে বলিভিয়ার মাঠ এস্তাদিও হার্নান্দো সিলেসে। বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচটি খেলার আগে সেখানকার পরিবেশ নিয়েই বেশি চিন্তিত আর্জেন্টিনা।

বলিভিয়ার মাঠ সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে সেখানে অক্সিজেনের সমস্যা হয়। তাই মাঠে কিছুক্ষন পরপরই ফুটবলারদের অক্সিজেন নিতে হয়।

অবশ্য এই সমস্যাটা বেশি হয় অতিথি দলের। আর এই কারণেই চিন্তিত আর্জেন্টিনা। বলিভিয়ার এই মাঠে মেসির পারফর্মেন্সও সন্তোষজনক নয়।

বলিভিয়ার মাঠে মেসি মোট ৪টা ম্যাচ খেলেছেন। একটা ম্যাচে জিতেছেন, হেরেছেন দুইটা ম্যাচে। এই চার ম্যাচে কোন গোল তিনি করতে পারেননি।