কিছুদিন পূর্বে জাপানের কাছে এক হালী হজম করেছিল জার্মানী। সেটা ছিল ফ্লিকের চূড়ান্ত পরিণতির ম্যাচ। বিশ্বকাপ থেকে শুরু করে টানা বাজে পারফর্মেন্সের জন্য জাপানের ম্যাচের পরই তাকে বরখাস্ত করে জার্মান ফুটবল ফেডারেশন।
কোচ বরখাস্ত হতেই ভারপ্রাপ্ত কোচের অধিনে জার্মানীর প্রথম পরীক্ষা হয়ে যায় শক্তিশালী ফ্রান্স। কিন্তু এই শক্তিশালী দলটিকেই হারিয়ে দিয়েছে জার্মানরা।
প্রীতি ম্যাচে দিদিয়ের দেশমের ফ্রান্সকে ২-১ গোলে পরাজিত করেছে জার্মানী। জার্মানীর হয়ে গোল দুটি করেন মুলার এবং লিরয় সানে। ফ্রান্সের একমাত্র গোলটি করেন গ্রীজম্যান।
থমাস মুলার ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই লিড এনে দেন জার্মানীকে। ৮৭ মিনিটে লিরয় সানে গোল করে ব্যবধান বাড়িয়েছিলেন। তবে দুই মিনিট পরই পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেছিলেন গ্রীজম্যান।
আপনার মতামত লিখুন :