অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল। আল হিলালের হয়ে নেইমারের অভিষেক হল আজকে আর অভিষেকেই নেইমারের ম্যাজিক উপভোগ করল ভক্তরা।
আল রিয়াদের বিপক্ষে আজকে ম্যাচ ছিল আল হিলালের এবং এই ম্যাচে আল হিলাল ৬-১ গোলে জিতেছে। ম্যাচে আল হিলালের চারটি গোলে জড়িত ছিল নেইমার জুনিয়র।
ম্যাচের শুরুর একাদশে ছিলেন না নেইমার। প্রথমার্ধে আল হিলাল এগিয়ে ছিল ২-০ গোলে। বিরতির পর ৬৪ মিনিটে মাঠে নামেন নেইমার এবং নেমেই প্রভাব ফেলতে শুরু করেন।
চার মিনিট পরই তার দুর্দান্ত একটি বল ম্যালকমের পা ছুয়ে চলে যায় নাসের আল ধাওসারির কাছে এবং তিনি করেন গোল। ৮৩ মিনিটে নেইমারের দুর্দান্ত অ্যাসিস্টে গোল করেন ম্যালকম।
৮৭ মিনিটে নেইমার পেনাল্টি জিতেন। তবে তিনি নিজে পেনাল্টি না নিয়ে সেটা দান করেন সালিম আল ধাওসারিকে। ৯৫ মিনিটে নেইমারের শট প্রতিহত হওয়ার পর ফিরতি শটে সালিম দ্বিতীয় গোলটি করেন।
আপনার মতামত লিখুন :