Logo

১৩ বছরে সবচেয়ে খারাপ ফলাফলের রেকর্ড গড়ল পিএসজি


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১:৪৪ অপরাহ্ন / ৫৯২৩
১৩ বছরে সবচেয়ে খারাপ ফলাফলের রেকর্ড গড়ল পিএসজি

গতরাতে মাঠে নেমেছিল ফ্রান্সের জায়ান্ট পিএসজি। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল নিস। ম্যাচটিতে নিসের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে পিএসজি।

লুইস এনরিকের অধিনে পিএসজি চলতি মৌসুমে ৫টি ম্যাচ খেলেছে। ৫ম ম্যাচে এসে প্রথমবারের মত হারের মুখ দেখল নেইমার-মেসির সাবেক ক্লাবটি।

এবারই পিএসজি ছেড়েছিলেন মেসি নেইমার। তাদের ছেড়ে নতুন করে দলটি সাজিয়েছিল পিএসজি। কিন্তু ফলাফল যেন তাদের অনুকূলে আসছেই না।

গতরাতের এই ম্যাচে এমবাপ্পে জোড়া গোল করেছেন। কিন্তু তার জোড়া গোলেও মান বাঁচেনি পিএসজির। বরং সেটা কেবল পিএসজির হারের ব্যবধান কমিয়েছে।

ম্যাচের ২১ মিনিটে মুফি গোল করে এগিয়ে দেন নিসকে। ২৯ মিনিটে সেই গোলটি পরিশোধ করেন এমবাপ্পে। তবে বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লাবোর্দে এবং ৬৮ মিনিটে মুফি নিজের দ্বিতীয় গোলটি করে নিসকে এগিয়ে দেন ৩-১ গোলে।

ম্যাচের ৮৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে আরেকটি গোল করেন। কিন্তু কাঙ্খিত তৃতীয় গোলটি আর পাওয়া হয়নি তাদের।

৫ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট এখন ৮। গত ১৩ বছরের মধ্যে ৫ ম্যাচ শেষে এটাই তাদের সর্বনিন্ম পয়েন্ট।