মেজর সকার লিগের ম্যাচের টরোন্টোর বিপক্ষে আজকে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। আন্তর্জাতিক বিরতির পর এই ম্যাচ দিয়েই আবার ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে নেমেছিলেন মেসি।
কিন্তু ম্যাচটাতে তার ভাগ্য সুপ্রসন্ন হয়নি। তার দল জিতেছে, কিন্তু মেসি পরেছেন ইনজুরিতে। ইনজুরির কারণে তাকে মাঠ ছাড়তে হয়েছিল প্রথমার্ধেই।
ম্যাচের ৩৭ মিনিটে লিওনেল মেসি ইনজুরির কারণে মাঠ ছাড়েন। তার পরিবর্তে তখন মাঠে নামেন রবার্ট টেইলর।
মেসির ইনজুরির মাত্র ৩ মিনিট পূর্বে ইনজুরির কারণে মাঠ ছাড়েন জর্দি আলবা। মেসি এবং জর্দি আলবা যখন মাঠ ছাড়েন তখন ইন্টার মিয়ামি কোন গোল আদায় করতে পারেনি।
পরবর্তিতে ম্যাচটি ৪-০ গোলে জিতেছিল ইন্টার মিয়ামি। এরমধ্যে মেসির বিকল্প হিসেবে মাঠে নামা রবার্ট টেইলর জোড়া গোল করেছেন।
আপনার মতামত লিখুন :