ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের আল হিলালে অভিষেক হয়েছিল আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে নেইমারের ম্যাজিক্যাল পারফর্মেন্স উপভোগ করেছে ভক্তরা।
নেইমার জুনিয়র ওই ম্যাচের একাদশে ছিলেন না। বদলি হয়ে মাঠে নেমেই স্টেডিয়ামে আসা দর্শকদের আনন্দে মাতিয়েছিলেন তিনি।
নেইমার মাঠে নামার পর আল হিলাল চারটি গোল করেছিল এবং প্রতিটাতেই যুক্ত ছিলেন নেইমার। তারমধ্যে একটা পেনাল্টি আদায় করেছিলেন এবং একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি।
সেই নেইমার জুনিয়র আজকে আবারও সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ দামাক। ম্যাচটি হবে রাত ৯টায়।
আপনার মতামত লিখুন :