অ্যাতলেটিকো মাদ্রিদ ফেলিক্সকে কিনেছিল ১২০ মিলিয়ন ইউরো দিয়ে। কিন্তু অ্যাতলেটিকোতে সফল হতে পারেনি এই পর্তুগীজ ফুটবলার। কোচের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন।
এই কারণে ফেলিক্সকে গত মৌসুমের অর্ধেকটা শেষে চেলসিতে লোনে পাঠিয়ে দিয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। লোন শেষে আবারও ফিরে আসে সে।
তবে অ্যাতলেটিকোতে থাকা হয়নি তার। এখন সে আছে বার্সালোনাতে। এখানেও এসেছেন লোনে। আগামী মৌসুমে থাকছে কেনার সুযোগ।
তবে ফেলিক্সকে আরও অন্যান্য ক্লাবও লোনে চেয়েছিল। সেখানে অনেক বেশি বেতনের অফারও ছিল। কিন্তু ফেলিক্স রাজি হয়নি। সে বার্সাতে খেলতে চেয়েছে এবং এই কারণে সে অন্যান্য ক্লাবের অফারগুলো প্রত্যাখ্যান করেছে।
ফেলিক্স বলেন, “আমি বার্সাতে খেলার জন্য বড় অংকের বেতনের অফার প্রত্যাখ্যান করেছি। আমি সুখী হতে চেয়েছিলাম। আমি চেলসিতে চেষ্টা করেছিলাম, এখন বার্সাতে করছি।”
আপনার মতামত লিখুন :