ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে যাওয়ার পর এই লিগের প্রচার ও প্রসার বৃদ্ধি পেতে থাকে। রোনালদো যাওয়ার পর পাল্টে যায় সৌদি প্রো লিগের অবস্থান।
এরপর ৬ মাসের ব্যবধানে বিশ্বের আরও বড় বড় সব ফুটবলার পাড়ি জমায় সৌদি প্রো লিগে এবং এখন তো সৌদি লিগ তারকায় ঠাসা। অনেক বড় বড় নাম এখন এই লিগে।
এরমধ্যে আছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা আল হিলালে পাড়ি জমিয়েছেন। সেখানে ইতিমধ্যে তার অভিষেকও হয়েছে।
নেইমার আসার পর সৌদি প্রো লিগের দর্শক বাড়বে সেটা তো জানা কথা। তবে সেই পরিমানটা যেন চোখ কপালে তোলার মত।
সৌদি প্রো লিগের সম্প্রচারের দায়িত্বে থাকা ব্যান্ড স্পোর্টস জানিয়েছে, নেইমার আসার পর তাদের দর্শক সংখ্যা ৩১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আপনার মতামত লিখুন :