সৌদি প্রো লিগের ম্যাচে আজকে রাতে মাঠে নামতে যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জায়ান্ট আল হিলাল। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ ধামাক।
আল হিলাল যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সেখানে ধামাকের অবস্থান একেবারেই বিপরীত। তারা নিচের দিক থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে।
মৌসুমের শুরুতেই রেলিগেশনের শঙ্কায় জড়ানো ধামাকের জন্য আজকে কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে নিশ্চিত ভাবেই। তবে তাদের আশার কথা হচ্ছে, ম্যাচটা তারা খেলবে নিজেদের মাঠে, নিজেদের দর্শকদের সামনে।
লিগে এখনও পর্যন্ত আল হিলাল ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা এই অবস্থান ধরে রাখতে চাইবে নিশ্চিত ভাবেই। আজকে তারা ধামাকের বিপক্ষে হয়তো সহজ জয়েরই প্রত্যাশা করছে।
আপনার মতামত লিখুন :