সৌদি প্রো লিগের ম্যাচে আজকে রাতে মাঠে নামতে যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জায়ান্ট আল হিলাল। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ ধামাক।
আল হিলাল যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সেখানে ধামাকের অবস্থান একেবারেই বিপরীত। তারা নিচের দিক থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে।
মৌসুমের শুরুতেই রেলিগেশনের শঙ্কায় জড়ানো ধামাকের জন্য আজকে কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে নিশ্চিত ভাবেই। আর এই দলটি আল হিলালের জন্য সহজ প্রতিপক্ষই বলা যায়।
নেইমার জুনিয়র আছেন এই ম্যাচের একাদশে। সৌদি লিগে এটা তার দ্বিতীয় ম্যাচ। এর আগে আল রিয়াদের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে অ্যাসিস্টও করেছিলেন।
তবে অ্যাসিস্ট করলেও গোল পাওয়া হয়নি নেইমারের। সেই গোলের খাতা কি আজকে খুলতে পারবেন নেইমার?
আপনার মতামত লিখুন :