Logo

তলানীতে থাকা দলের বিপক্ষে পয়েন্ট হারাল আল হিলাল


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৩, ১১:০৮ অপরাহ্ন / ১২৭৪
তলানীতে থাকা দলের বিপক্ষে পয়েন্ট হারাল আল হিলাল

সৌদি প্রো লিগে আজকের ম্যাচে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা ধামাকের বিপক্ষে মাঠে নেমেছিল জায়ান্ট আল হিলাল। কিন্তু এই ম্যাচে জায়ান্টরা তাদের মান রাখতে ব্যর্থ হয়েছে।

এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আল হিলাল ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে এবং ধামাক ছিল পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে। কিন্তু এই ১৭ নম্বরে থাকা দলটি আল হিলালকে রুখে দিয়ে উঠে এসেছে ১৫ নম্বরে (যদিও সম্ভাবনা আছে আবারও নিচে চলে যাওয়ার)।

ধামাকের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে আল হিলাল জায়ান্টদের মত খেলতেই পারেনি। বরং গোলকিপার বুনোর কারণে হার থেকেও বেঁচে গেছে তারা।

ম্যাচের শুরুটা ছিল অন্যরকম। মাত্র ৯ম মিনিটেই ম্যালকমের গোলে এগিয়ে যায় আল হিলাল। কিন্তু এরপরই গোল মিসের মহড়া শুরু করে তারা।

এমনিতেই পারফর্মেন্সে ছিল না বেশি গতি, তারমধ্যে গোল মিসের মহড়ায় বাকি ক্ষতিটুকুও হয়ে যায় তাদের। মিত্রোভিক করেছেন অমাজর্নীয় এক মিস। পোষ্টের সামনে থেকেও ফাকা পোষ্টে বল পাঠাতে ব্যর্থ হয়েছেন তিনি।

বিপরীতে ম্যাচের ৬৮ মিনিটে গোলটি পরিশোধ করেছিল স্বাগতিকরা। একই সঙ্গে তারা আরও কয়েকটি গোলের সহজ সুযোগ পেয়েছিল। কিন্তু গোলকিপার বুনোকে পরাস্ত করা সম্ভব হয়নি দলটির।