আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ।
ব্রাজিলের ঘোষিত এবারের স্কোয়াডে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। গত দুটি ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি।
লুকাস পাকুয়েতা এবার ডাকই পাননি। তবে ফ্লামেঙ্গোর গার্সন ডাক পেয়েছেন এবার। যাকে নিয়ে আলোচনা সেই লেফটব্যাক অগাস্তো ডাক পাননি।
ব্রাজিলের স্কোয়াড:
গোলকিপার: অ্যালিসন, এডারসন, লুকাস পেরি।
ডিফেন্ডার: ব্রেমার, মাগালহায়েস, মার্কুইনহোস, নিনো, দানিলো, ভেন্ডারসন, কায়ো হেনরিক, রেনান লোদি।
মিডফিল্ডার: ক্যাসমিরো, ব্রুনো গুইমারেস, ক্যাসমিরো, গার্সন, রাফায়েল ভেইগা।
আক্রমন ভাগ: নেইমার, রাফিনহা, রোদ্রিগো, ভিনিসিয়াস, রিচার্লিশন, কুনহা, জেসুস।
আপনার মতামত লিখুন :