Logo

এবার অ্যাস্টন ভিলার কাছে হারল চেলসি


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৯:২০ অপরাহ্ন / ৭৭৩
এবার অ্যাস্টন ভিলার কাছে হারল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে আজকে মাঠে নেমেছিল চেলসি। নিজেদের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে চেলসি হেরেছে ১-০ গোলে অ্যাস্টন ভিলার কাছে।

চলতি মৌসুমে চেলসি যে ৬টি ম্যাচ খেলেছে, সেখানে তারা জিতেছে মাত্র একটি ম্যাচ। বাকি ৫টি ম্যাচের তিনটি হেরেছে, দুটি ড্র করেছে।

টানা ব্যর্থতার বৃত্ত থেকে বেড় হওয়ার লক্ষ্য নিয়েই আজকে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নেমেছিল ব্লুজরা। কিন্তু উল্টো এই ম্যাচেও পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

এই ম্যাচের ৫৮ মিনিটে গাস্তু লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। আর ১০ জনের দলের সুযোগ নিয়ে ম্যাচের ৭৩ মিনিটে ওয়াটকিংস এগিয়ে দেন অ্যাস্টন ভিলাকে।

শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই ম্যাচটি শেষ করে ক্লাবটি। এই জয়ের ফলে ৬ ম্যাচ শেষে ১২ পয়েন্ট সংগ্রহ হল অ্যাস্টন ভিলার।