ইংলিশ প্রিমিয়ার লিগে আজকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল এবং টটেনহাম। এই দুই জায়ান্টের লড়াইটা শেষ হয়েছে সমতার মধ্য দিয়ে।
আর্সেনালের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে আর্সেনাল দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি। তাদের জিততে দেয়নি টটেনহামের কোরিয়ান তারকা সন।
ম্যাচের ২৬ মিনিটে রোমেরোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে ৪২ মিনিটে সেই গোলটি পরিশোধ করে টটেনহামকে সমতায় ফেরায় সন।
বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে সাকা পেনাল্টি থেকে গোল করে ফের এগিয়ে দেন আর্সেনালকে। কিন্তু এক মিনিট পরই সনের গোল আবারও সমতায় ফেরায় টটেনহামকে।
শেষ পর্যন্ত ম্যাচটিতে আর কোন দল গোল করতে না পারলে খেলাটি শেষ হয় ২-২ গোলের সমতায়।
আপনার মতামত লিখুন :