Logo

বোর্নমাউথকে বিধ্বস্ত করেছে আর্সেনাল


sports pratidin প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন / ৫৭১
বোর্নমাউথকে বিধ্বস্ত করেছে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে বোর্নমাউথকে বিধ্বস্ত করেছে জায়ান্ট আর্সেনাল। বোর্নমাউথের মাঠে খেলতে গিয়ে স্বাগতিকদের ৪-০ গোলে পরাজিত করেছে আর্সেনাল।

বোর্নমাউথের বিপক্ষে এই ম্যাচে আর্সেনালের হয়ে একটি করে গোল করেন সাকা, ওডেগার্ড, হাভার্টজ এবং বেন হোয়াইট।

ম্যাচের ১৭ মিনিটে সাকার গোলে সূচনা করে আর্সেনাল। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে ওডেগার্ড গোল করে ব্যবধান দ্বিগুন করেন। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে আরেকটি পেনাল্টি পায় আর্সেনাল। সেখান থেকে গোল করেন হাভার্টজ।

ম্যাচে যখন আর্সেনালের জয় নিশ্চিত হয়ে যায় তখন ম্যাচের ৯৩ মিনিটে বেন হোয়াইট আরেকটি গোল করে আর্সেনালের জয়ের ব্যবধান বাড়িয়ে দেন।