Logo

জিরোনার রুপকথা থামিয়ে দিল রিয়াল মাদ্রিদ


sports pratidin প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন / ৩৪০৮
জিরোনার রুপকথা থামিয়ে দিল রিয়াল মাদ্রিদ

সাত ম্যাচের ৬টা জয়, একটা ড্র নিয়ে রুপকথার মত পথ চলছিল স্প্যানিশ ক্লাব জিরোনা। তার উপর আনচেলোত্তির অধিনে রিয়াল মাদ্রিদ পারেনি কখনও জিরোনাকে হারাতে।

খেলা আবার জিরোনার মাঠে। সবকিছুই ছিল জিরোনার পক্ষে। শুধু মাঠের পারফর্মেন্সে সবকিছু উল্টে গেল। জিরোনার জন্য সাজানো মঞ্চে রিয়ালের প্লেয়াররা উৎসব করল।

জিরোনার মাঠে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছে ৩-০ গোলে। একটি করে গোল করেছেন জোসেলু, শুয়েমিনি এবং বেলিংহাম।

ম্যাচের ১৭ মিনিটে জোসেলু গোল করে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। ২১ মিনিটে শুয়েমিনি গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ৭১ মিনিটে বেলিংহাম গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে ৮ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। জিরোনার সংগ্রহ ৮ ম্যাচে ১৯ পয়েন্ট।