Logo

আল হিলালের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন নেইমার


sports pratidin প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন / ৮৭৪
আল হিলালের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন নেইমার

ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের গোল দেখার জন্য যে অপেক্ষা ছিল আল হিলাল ভক্তদের, সেটা অবশেষে শেষ হল। ইরানের মাটিতে অপেক্ষা শেষ হল নেইমারের গোলের।

আজকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল হিলাল খেলতে নেমেছে ইরানের ক্লাব নাস্সাজির বিপক্ষে। এই ম্যাচেই গোলের দেখা পেয়েছেন নেইমার।

এই ম্যাচের প্রথমার্ধে আল হিলাল এগিয়ে ছিল ১-০ গোলে। সেই গোলটি এসেছিল মিত্রোভিকের পা থেকে। নেইমার কাছাকাছি পৌছেছিলেন কিন্তু গোল পাননি।

তবে বিরতির পর মাঠে নেমেই দুর্দান্ত এক শটে গোল করেন নেইমার জুনিয়র। দুরপাল্লার শটে পরাস্ত করেন নাস্সাজি গোলকিপারকে।