Logo

সৌদি প্রো লিগে ছুটছেই আল হিলাল


sports pratidin প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৩, ১:২২ পূর্বাহ্ন / ৩০১
সৌদি প্রো লিগে ছুটছেই আল হিলাল

সৌদি প্রো লিগে জায়ান্ট আল হিলাল একের পর এক ম্যাচে জয় তুলে নিচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকেও তারা জিতেছে আল টাউনের বিপক্ষে ম্যাচে।

আল হিলালের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে আল হিলাল জিতেছে ২-০ গোলে। ম্যাচে আল হিলালকে জয়ের জন্য বেশ কষ্টই করতে হয়েছে। তাদের গোলগুলো এসেছে ম্যাচের শেষে।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ৩০ প্রায় ৩৫ মিনিট আল হিলালকে আটকে রেখেছিল আল টাউন। কিন্তু শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয়নি।

ম্যাচের ৮১ মিনিটে মিত্রোভিক গোল করে এগিয়ে দেন আল হিলালকে। এরপর নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ৯ম মিনিটে মোহাম্মদ কানু গোল করে আল হিলালের জয় নিশ্চিত করেন।